Dead Dolphin : রহস্যজনকভাবে দীঘা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
রহস্যজনকভাবে দীঘা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে।

আনুমানিক চারফুট লম্বা একটি মৃত ডলফিন
রবিবার সকাল নটা নাগাদ হঠাৎ করে দীঘা সমুদ্র সৈকতে আনুমানিক চারফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে থাকতে দেখেন স্থানীয়রা । ঘটনার পর এলাকায় জড়ো হন বহু পর্যটক। হুড়োহুড়ি পড়ে যায় ছবি তোলার জন্য।তবে ঘটনার পর দীঘা বন দফতরের পক্ষ থেকে উদ্ধার করা হয় মৃত ডলফিনটিকে। জানা গিয়েছে ময়না তদন্তের পর পুঁতে ফেলা হবে ডলফিনটিকে।

ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে
Dead Dolphin : বনদপ্তের কর্মীদের কথায় এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে। কোন কারণে দলছুট হয়ে তারা পাড়ের দিকে চলে আসে। অথবা ট্রলার বা জাহাজের ফ্যানের ধাক্কায় অনেক সময় আহত হয়ে অনেক সময় তারা দিক ভ্রষ্ট হয়ে পাহাড়ের দিকে চলে আসে। এছাড়া বনদপ্তরের পক্ষ থেকে মনে করা হচ্ছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জালেও অনেক সময় জড়িয়ে যায় এই ডলফিন গুলি। পরে মারা গেলে ওই সমস্ত মৎস্যজীবীরা তাকে সমুদ্রে ফেলে দিয়ে আসেন ।তখনই ভাসতে ভাসতে অনেক সময় পাড়ে চলে আসে ।। তবে এই সমস্ত প্রাণীরা মারা যাওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
