road accident : দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।
ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার খাটরঙ্গার কাছে। জানা গিয়েছে মঙ্গলবার রাত দুটো নাগাদ ওড়িশা থেকে কলকাতা যাওয়ার পথে একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসের ভেতরে প্রায় ৪৪ জন যাত্রী ছিল বলে অনুমান ।

ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা ।
road accident : খাটরাঙা এলাকাতে জাতীয় সড়কের ওপর সামনে থাকা একটি ডাম্পারের পেছনে বাসটি সজোরে ধাক্কা মারে। বাসে ওই মুহূর্তে বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। গভীর রাতের এই দুর্ঘটনায় সকলেই কমবেশি আহত হন।

আহতদের উদ্ধার
আহতদের উদ্ধার করে রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর বেশিরভাগ বাসযাত্রীকেই ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সব থেকে বেশি আহত হয়েছেন বাসের হেলপার।

হেলপারের অবস্থা গুরুতর ।
এই ঘটনায় সব থেকে বেশি আহত হয়েছেন বাসের হেলপার। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বাসযাত্রীদের আশঙ্কা বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। এরফলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
