collision between bus and private car : কাঁথি দইসাই এর কাছে ভয়াবহ দুর্ঘটনা
পূর্ব মেদিনীপুরের কাঁথি দইসাই এর কাছে ভয়াবহ দুর্ঘটনা, গ্যাস কাটার দিয়ে কেটে বার করতে হয় আরোহীদের। বৃহস্পতিবার সাত সকালেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িতে চারজন ছিল বলে প্রাথমিক সূত্রে অনুমান।

যাত্রীদের বার করতে গ্যাস কাটার আনতে হয়
collision between bus and private car : দুর্ঘটনায় গাড়িটি এমন ভাবে দুমড়ে মুচড়ে গেছে যা দেখে আতকে উঠছে সবাই, যাত্রীদের বার করতে গ্যাস কাটার আনতে হয় উদ্ধারকারী দলকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।

প্রাইভেট গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন। শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অপরদিকে তীব্র গতিতে দীঘার দিকে আসা প্রাইভেট গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ছোট্ট বেলেনো গাড়িতে দীঘার দিকে আসা ব্যক্তিরা কোথাকার তার সঠিক পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ
অনুমান করা হচ্ছে গাড়িটি নদীয়ার। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাইভেট গাড়ির ড্রাইভার তন্দ্রাচ্ছন্ন হয়েছিল কিনা বা কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি
স্থানীয়দের দাবি রাস্তা খারাপ হওয়ার জন্য এমনই অ্যাক্সিডেন্ট প্রায় হয়ে থাকে, এই রাস্তা নামেই জাতীয় সড়ক, এখানে পরিকাঠামো উন্নয়ন হয়নি, রাস্তা সম্প্রসারণ হয়নি, ওয়ান ওয়ে রাস্তা করার দাবী করেন তারা।
