canceled SSC 2016 panel : 25 হাজার 753 জনের নিয়োগ বাতিল
এস এস সি এর ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার সকালে কলকাতা উচ্চআদালতের দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রসিদি এর ডিভিশন বেঞ্চ এক যুগান্তকারী রায়ে জানাল, 25 হাজার 753 জনের নিয়োগ বাতিল করা হচ্ছে।
এছাড়াও আদালত জানায়, ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়’।

নিয়োগে চরম দুর্নীতির অভিযোগ
canceled SSC 2016 panel : আদালত জানাল, ২০১৬ সালের পশ্চিম বঙ্গের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। উল্লেখ্য ২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেনির জন্য শিক্ষক নিয়োগের পাশাপাশি বিদ্যালয়গুলোতে গ্রুপ -সি এবং গ্রুপ -ডি নিয়োগের প্যানেল তৈরি করে নিয়োগ করে শিক্ষা দপ্তর। পরে এই নিয়োগে চিরম দুর্নীতির অভিযোগ ওঠে নানান স্তরে।

কলকাতা উচ্চ আদলতের নির্দেশে চলে সিবিআই তদন্ত।
কলকাতা উচ্চ আদলতের নির্দেশে চলে সিবিআই তদন্ত। এরই মধ্যে রাজ্য শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত একাধিক মন্ত্রী ও পদাধিকারী গ্রেফতার হন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা উচ্চ আদলত সোমবার এই যুগান্তকারী রায় ঘোষণা করেন।

অবৈধ নিযুক্তদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে।
এদিনের রায়ে শুধু চাকরি বা প্যানেল বাতিল নয়, বাতিল হওয়া অবৈধ নিযুক্তদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। সেই অর্থ জেলা বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকদের ৬ সপ্তাহের মধ্যে জমা করার নির্দেশ হাইকোর্টের।
canceled SSC 2016 panel : নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই।
এছা়ড়াও উল্লেখ যোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত।

দু’টি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি
SSC-র মাধ্যমে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রাপকদের কী পরিণতি হবে? গত ১৩ই মার্চ, শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দু’টি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক। প্রথমত, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ। অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ।

অযোগ্যদের কেন নিয়োগ করা হবে?
ত ১৩ মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়। পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কী করা উচিত? পদ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে? অযোগ্য ব্যক্তিরা কী শেখাবেন? যদি সবটা অবৈধ হয়, তাহলে যা পরিণতি, তাই হবে।

পরীক্ষার্থীর ও এম আর শীট পূনর্মূল্যায়ন
সোমবার ২৮১ পৃষ্ঠার ৩৭০টি অনুচ্ছেদের এই বেনজির রায়ে স্বস্তির খবর একটাই ২৩ লক্ষ পরীক্ষার্থীর ও এম আর শীট পূনর্মূল্যায়ন করে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগকারী সংস্থা স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।