brother killed brother : গ্রেফতার মৃতের ভাই
গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়ের জঙ্গল থেকে পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় মৃতের পরিবারের এক সদস্যকে গ্রেফতার করল গোপীবল্লভপুর থানার পুলিশ।

পুলিশ সুত্র
দাদাকে খুন করলো ভাই : পুলিশ সুত্রে জানা গিয়েছে গ্রেফতার ব্যক্তির নাম অমর সাউ,বাবা কাশিনাথ সাউ,বাড়ি মঠ রঘুনাথপুর গ্রামে।ধৃত সম্পর্কে মৃতের ভাই।ধৃতকে সোমবার বিচারের জন্য ঝাড়গ্ৰাম আদালতে তোলে গোপীবল্লভপুর থানার পুলিশ।

২৮ শে মার্চ ঘটনা
brother killed brother : উল্লেখ্য,গত ২৮ শে মার্চ ঝিল্লি পাখিরালয়ের জঙ্গল থেকে সমর সাউ নামে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়। ঘটনার পর তদন্তে নেমে মৃতের ভাই অমর সাউকে গ্রেফতার করে পুলিশ।

নিজের দাদা ভাই সমর সাউকে খুন করে
পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃত নিজের দাদা সমর সাউকে খুন করে জঙ্গলে ফেলে দেয়। গ্রেফতারের পর ধৃতকে সোমবার ঝাড়গ্ৰাম আদালতে তোলার ব্যবস্থা করে পুলিশ।

Table of Contents
335810cookie-checkBreaking News : brother killed brother / দাদাকে খুন করলো ভাই। 1 Arrest