
Bomb scare : সকাল থেকে বোমা আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাঁতনে
Bomb scare : সকাল থেকে বোমা আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সোমবার দাঁতন এর উঁচুডিহাতে আকাশ থেকে পুকুরে পড়েছিল বোমা এমনটাই দাবি গ্রামবাসীদের, ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এলাকা ভরে গিয়েছিল বারুদের গন্ধে, খবর ছড়িয়ে পড়তে উৎসাহী মানুষের ঢল নামে এলাকায়, ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ উপস্থিত হয়।

Bomb scare : অনুমান করা হয়েছিল বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে
Bomb scare : অনুমান করা হয়েছিল বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী সকালবেলায় এক বিকট আওয়াজে কেঁপে ওঠে এবং ওই পুকুরে কিছু একটা পড়ে, এবং তারপরেই ধোঁয়া ও বারুদের গন্ধে ভরে যায় এলাকা। শ্যাওলা ভর্তি ওই পুকুরে কিছু একটা পড়ে থাকার চিহ্ন পাওয়া গেছে।

দাঁতন থানার পুলিশ এসে ওই পুকুরের কাছে তদন্ত চালায়
ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ এসে ওই পুকুরের কাছে তদন্ত চালায়, দাঁতন থানার পক্ষ থেকে বায়ুসেনার দপ্তরে খবর দেওয়া হয়, বায়ু সেনা তরফ থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই খবরের সত্যতা নিয়ে কোন সিলমোহর দেওয়া হয়নি, বায়ুসেনার এমন কোন কার্যকলাপ ছিল না। তবে ? পুলিশ প্রাথমিকভাবে কিছু জনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে ওইখানে যে প্রত্যক্ষদর্শী ছিলেন বয়স্ক ভদ্রমহিলা নাম নমিতা দে, তিনিই প্রথম উপলব্ধি করেছেন বিষয়টি কিন্তু হেলিকপ্টার বা যুদ্ধবিমানের যাতায়াত ছিল না ওই এলাকায়

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বৃদ্ধাকে গ্রামের কিছু যুবক মাঝে মধ্যে মজা করত, এমনটা হতে পারে ঐ বৃদ্ধার সঙ্গে মজা করার জন্য কেউবা কারা জাস্ট মজার ছলে পুকুরে জল বোম ছুঁড়েছিল এবং নিছক মজার ঘটনা থেকে এলাকার মানুষ এত বড় আকারের রটনা বানিয়েছিল, দাঁতন থানা পুলিশের প্রাথমিক তদন্তে আপাতত এটাই উঠে এসেছে।
