Bimaleshwar Jee Barwari festival : বিমলেশ্বর জীউ বারোয়ারি উৎসব ও মেলা শেষ
গত ১০মে অক্ষয়তৃতীয়ার দিন বসেছিল এবারে কেশিয়াড়ি বিমলেশ্বর জিউ বারোয়ারি উৎসব ও মেলা ২০২৪ শুরু হয়।এবছর ৭৫ তম বর্ষের উৎসবের আয়োজন হয়। পাঁচবছর অন্তর হয় এই উৎসব ও মেলা। সোমবার ধর্মীয় রীতি মেনে, দধিমঙ্গল, কীর্তন সহযোগে নগর পরিক্রমা করা হয়। উৎসব কমিটির তরফ থেকে জানা গিয়েছে,এলাকার মোট ছয়টি মৌজা নিয়ে হয় এই উৎসব হয়। শেষদিনে নগর পরিক্রমার আগেই পরিবেশকে উষ্ণায়ন থেকে বাঁচতে প্রায় সাড়ে সাত হাজার চারাগাছ লাগানোর কর্মসূচির কথা ঘোষণা করে কমিটি।

বৃষ্টি নামলেই এই কর্মসূচি শুরু হবে
Bimaleshwar Jee Barwari festival : আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি নামলেই এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন উৎসব কমিটির কর্মকর্তারা। পরিবেশ দিন দিন উষ্ণ হচ্ছে। বেশ গরম অনুভূত হচ্ছে। তাই উৎসবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষ্যে পরিবেশ বাঁচানোর ভাবনা গ্রহণ করা হয়েছে। ছয়টি মৌজায় প্রত্যেকটি বাড়িতে ফল, ফুল-সহ অন্যান্য গাছের চারা লাগানো হবে। এলাকায় আছে গৌরাঙ্গের দ্বাদশ মূর্তি। সেই বিগ্রহ ও বারোয়ারি পুতুল নিয়ে বসে মেলা। প্রতিদিন ছিল ধর্মীয় সঙ্গীত ও আলোচনার অনুষ্ঠান।

সম্পাদক ফটিকরঞ্জন পাহাড়ি ও সভাপতি মৃত্যুঞ্জয় সাহু
কমিটির সম্পাদক ফটিকরঞ্জন পাহাড়ি ও সভাপতি মৃত্যুঞ্জয় সাহু বলেন,” এবারে বিমলেশ্বর জিউ বারোয়ারি উৎসব ও মেলা পঁচাত্তর বছরে পড়ল। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই উৎসব হয়। এবারে চারাগাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।”
