এক দিন বাকি থাকতেই রাজকোট টেস্ট জিতে নিল ভারত
biggest Test victory : তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারালো ভারত। রাজকোটে অনুষ্ঠিত এই ম্যাচে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ছিল ৫৫৭ রানের টার্গেট। জবাবে ইংল্যান্ড দল গুটিয়ে যায় ১২২ রানে। মার্ক উড ছাড়া ইংল্যান্ডের কোন ব্যাটসম্যানই ২০-এর অঙ্ক ছুঁতে পারেননি। ১৫ বলে ৩৩ রান করেন উড। একই সঙ্গে ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
biggest Test victory : ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারালো ভারত।

পাঁচ দিনের ম্যাচে চার দিনেই বাজিমাত
biggest Test victory : ভারতের সর্বোচ্চ রানে টেস্ট জয়। রবিবার ৪৩৪ রানে ইংল্যান্ড’কে হারিয়ে ঐতিহাসিক এই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। রাজকোটে জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। চতুর্থ দিনের শুরু থেকে ভাল পারফরম্যান্স করছিলেন শুভমন গিল ও কুলদীপ যাদব। ধীরে ধীরে শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৯১ রানের মাথায় ভুল বোঝাবুঝিবসত রান আউট হন শুভমন। ২৭ রান করে আউট হন কুলদীপ। এ দিকে, তৃতীয় দিন রিটায়ার্ট হার্ট হন যশস্বী।
দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী
এই দিন শুভমন ফেরার পর তিনি ব্যাটিং করতে নামেন এবং নিজের দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী। তাঁর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন সরফরাজও। তিনিও শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু এই ইনিংসেও তাঁর শতরান হল না। ৪ উইকেটে ৪৩০ রানের মাথায় ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত।

ইংল্যান্ড’কে তাসের ঘরের মতো ঝরিয়ে দেন রবীন্দ্র জাদেজা।
রাজকোটে অনুষ্ঠিত এই ম্যাচে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ছিল ৫৫৭ রানের টার্গেট। জবাবে ইংল্যান্ড দল গুটিয়ে যায় ১২২ রানে। মার্ক উড ছাড়া ইংল্যান্ডের কোন ব্যাটসম্যানই ২০-এর অঙ্ক ছুঁতে পারেননি। ১৫ বলে ৩৩ রান করেন উড। একই সঙ্গে ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।অন্যদিকে দুটি উইকেট নেন কুলদীপ ও একটি করে উইকেট নেন জশপ্রীত বুমরাহ-রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ১২২ রানে দশ উইকেট হারায় ইংল্যান্ড। এই সুবাদে ৪৩৪ রানে জিতে যায় ভারত। এই দিন জয়ের ফলে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
