attacked elephants : সাঁকরাইলের সোনাখুলী এলাকায় ফের হাতির হানায় ভাঙাল বসতবাড়ি।হাতির তান্ডবে আতঙ্কিত এলাকাবাসী।
জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকের সোনাখুলী এলাকায় শুক্রবার রাত ভর তান্ডব চালায় দলছুট দাঁতাল। উন্মত্ত হাতি ভেঙ্গে ফেলে এক বৃদ্ধার বাড়ি, নষ্ট করে ফেলে বাড়ির সমস্ত জিনিসপত্র।হাতির তান্ডবে এলাকায় ক্ষতি হয় চাষের জমি। জানা গিয়েছে, রাত্রি দুটো নাগাদ সাঁকরাইল এর সোনাখুলী এলাকায় হঠাৎ করেই ঢুকে পড়ে দাঁতাল হাতি।শুরু করে তান্ডব
রাতে বাড়িতেই শুয়ে ছিলেন এক বৃদ্ধা।হাতির তান্ডবে কোনো রকমে পালিয়ে প্রানে বাঁচেন বৃদ্ধা। ঘটনায় বনদপ্তরের কাছে ক্ষতিপূরণ এর দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবার।

Table of Contents
296800cookie-checkattacked elephants : হাতির হানায় ভাঙাল বসতবাড়ি : Broken 7 homesteads attacked elephants, attack