arranged water for the birds in the intense heat : পাখিদের জন্য জলের ব্যবস্থা করলেন এক যুবক

পাখি ও কাঠবিড়ালিদের জন্য গাছে জলের ব্যবস্থা করল কেশিয়াড়ীর গৃহ শিক্ষক, সুধাংশু চিংড়ি নামে ওই গৃহ শিক্ষকের এহেনও উদ্যোগে সাধুবাদ জানিয়েছে অনেকে।
প্রতিবছর গরম রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে

arranged water for the birds in the intense heat : চলছে তীব্র দহন, প্রতিবছর গরম রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মানুষকে বেশি করে সচেতন হতে হবে, আমরা যদি শুধু আমাদের দেশের কথা ভাবি তাহলে দেখা যাবে যে সংখ্যক গাছ নিধন হয় প্রতিবছর তার পাঁচ গুণ বেশি গাছ লাগানোর প্রয়োজন হয় পরিবেশকে বাঁচানোর জন্য। সেক্ষেত্রে এই নিয়মকে মানাই হচ্ছে না বলে দাবি করেছেন পরিবেশবিদরা, পাশাপাশি দৈনন্দিন বেড়েই চলেছে যানবাহন এবং বাড়িতে বাড়িতে লাগানো হচ্ছে প্রচুর পরিমাণ এসি।

দক্ষিণবঙ্গে ৪৫ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছে
আগে গ্রামগঞ্জে খুব একটা এসির প্রচলন ছিল না এখন দেখা গেছে গ্রাম গঞ্জেও বেশিরভাগ পাকা বাড়িতে একটি হলেও এসি দেখতে পাবেন, এসি থেকে যে পরিমাণ তাপ নির্গত হয় পরিবেশ উত্তপ্ত হবার জন্য তা অনেকখানি দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এক্ষেত্রে সবুজায়ন ছাড়া আর কোন দ্বিতীয় পন্থা নেই পরিবেশকে নিয়ন্ত্রণ করার। দক্ষিণবঙ্গে ৪৫ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছে, ৫০ ডিগ্রি পেরতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

পশু পাখির কথা ভাবেই বা ক’জন ?
আমরা এই তীব্র গরমের সময় বিভিন্ন এলাকায় মানুষের জন্য ঠান্ডা পানীয়, শরবত, ছোলা গুড় বাতাসা ইত্যাদি বিলি করতে দেখি, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজ করে থাকেন তা সত্যিই প্রশংসনীয়, কিন্তু পশু পাখির কথা ভাবেই বা ক’জন, পশু পাখিদের জন্য জল রাখার পদ্ধতিও অনেকে ভুল ভাবে করে থাকে, তবে এক্ষেত্রে ব্যতিক্রমী চিন্তাভাবনা কেশিয়াড়ির এক গৃহ শিক্ষকের।

এই উদ্যোগ অনেক বড় বার্তা বহন করে পরিবেশ সচেতনতার জন্য
arranged water for the birds in the intense heat : সুধাংশু চিংড়ি যিনি পেশায় একজন গৃহশিক্ষক তিনি তার বাড়ির বাগান সংলগ্ন গাছগুলিতে দড়ির শিকে তে নারকেলের খোলে পানীয় জল রেখেছেন গাছের পাখি, কাঠবেড়ালি দের জন্য, গাছের ছায়া এবং নারকেল খোলে জল রাখার জন্য এই পদ্ধতি তে জল অনেকটা সময় ঠান্ডা থাকবে। পাশাপাশি পাখিরা নির্দ্বিধায় জল খেতে আসবে । ছোট্ট এই উদ্যোগ অনেক বড় বার্তা বহন করে পরিবেশ সচেতনতার জন্য। শুধু সুধাংশু নয় এরকম আমরা যদি আমাদের বাগানেও করতে পারি তাহলে বিশেষ করে পাখিরা নির্দ্বিধায় তাদের তৃষ্ণা নিবারণ করতে পারবে।
