Air Force plane crashed : ভেঙে পড়ল এয়ারফোর্সের যুদ্ধবিমান
কলাইকুন্ডা এয়ার ব্যাসের এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীন সোমবার লক্ষ্যভ্রষ্ট হয়েছিল বোম্বিং। ঘটনার ঠিক একদিনের মাথায় খড়গপুর লোকাল থানার অন্তর্গত মুরকুনিয়া এলাকায় ফের ভেঙে পড়ল এয়ারফোর্সের যুদ্ধবিমান। প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচলেন এয়ার ফোর্সের ২ পাইলট ।

Air Force plane crashed : মুরকুনিয়া এলাকায় একটি ধান জমিতে পড়ে যুদ্ধ বিমানটি
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ টা ৩৫ মিনিট নাগাদ। জানা গিয়েছে মুরকুনিয়া এলাকায় একটি ধান জমিতে যুদ্ধ বিমানটি পড়ে যায় । ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় । ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ার ব্যাসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে পৌঁছান । মুরকুনিয়া গ্রামের বাসিন্দাদের দাবি , ” হঠাৎ করে জমির দিক থেকে বিকট একটি আওয়াজ আসে। গ্রামের সবাই বলতে থাকে যুদ্ধ বিমান পড়ে গিয়েছে । বাড়ি থেকে ছুটে দেখা যায় জমির মধ্যে পড়ে রয়েছে একটি যুদ্ধ বিমান, যুদ্ধ বিমানটি ভেঙে চুরমার হয়েছে ।

কলাইকুণ্ডার বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল
Air Force plane crashed : এদিন যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়, সেটি কলাইকুণ্ডার বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল। বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ চলছিল। কিন্তু মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালে, খড়্গপুর থানার অন্তর্গত শুকনিবাসা, দিয়াসা এলাকায় ধানজমিতে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি অধোমুখী হতে শুরু করলে প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই পাইলট। তাতেই প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।

আহত পাইলট
অর্জুনীতে ধান জমির মধ্যে ভেঙে পড়়ে যুদ্ধ বিমানটি। শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই পাইলট। তাতে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। তবে আহত হয়েছেন দু’জনই। আহত অবস্থায় পাইলটদের উদ্ধার করেন গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। জলকাদায় মাখামাখি হয়ে গিয়েছে।যুদ্ধ বিমান থেকে কিছুটা দূরেই দুই জন পাইলট পড়ে রয়েছেন, তাঁদের অবস্থা খুবই আশঙ্কাজনক । কিছু ক্ষণের মধ্যেই হেলিকপ্টারে করে এখানে কলাইকুন্ডা এয়ার বেসের বায়ুসেনার অফিসাররা পৌঁছায়”। জানা গিয়েছে যুদ্ধ বিমানটির নাম হক ট্রেনিং এয়ারক্রাফট। কি ভাবে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারনেই এই দুর্ঘটনা । যদিও ঘটনা প্রসঙ্গে বায়ু সেনার কোন মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধ বিমান টার্গেট মিস
উল্লেখ্য, সোমবার দুপুরে কলাইকুন্ডা এয়ার বেসের বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন একটি যুদ্ধ বিমান টার্গেট মিস করে সাঁকরাইল থানার অন্তর্গত চামটিডাঙ্গা গ্রাম সংলগ্ন ধান জমিতে বোম ফেলে দেয় । যার জেরে ধান জমির পাশ দিয়ে যাওয়া চার লক্ষ ভোল্টের হাইটেনশন বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায় এবং বোমের তীব্রতায় ধান জমি পুকুরে পরিণত হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, বায়ু সেনার ফাইটার বিমান কলাইকুন্ডা এয়ার বেস থেকে উড়ান শুরু করে সাঁকরাইল থানার অন্তর্গত আগাননালীর বোম্বিং এরিয়ায় বোম নিক্ষেপ করে ।
