After the polls violence : ভোট পরবর্তী হিংসায় উত্তাল কেশিয়াড়ি।
ভোট পরবর্তী হিংসায় ফের উত্তাল হল কেশিয়াড়ি। এবার খোদ বিডিও অফিস চত্বরেই পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রীকে মারধরের ঘটনা ঘটলো মঙ্গলবার। জানা গিয়েছে মঙ্গলবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির আর্থিক কমিটির মিটিং ডাকা হয়েছিল।

অভিযোগ
অভিযোগ সেই মিটিংয়ে যোগ দিতে আসার সময় বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহের উপর চড়াও হন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী এবং জেলা পরিষদের সদস্যা কল্পনা শিট। ব্যাপক মারধর চালান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও আক্রান্ত বিরোধী দলনেত্রীর অভিযোগ। চুলের মুঠি ধরে মার ধরে পাশাপাশি ব্যাপকভাবে হেনস্থা করা হয় তাঁকে।
After the polls violence : ঘটনায় অসুস্থ হয়ে যান বিরোধী দলনেত্রী।

After the polls violence : এই ঘটনায় অসুস্থ হয়ে যান বিরোধী দলনেত্রী। তাঁর আরো অভিযোগ অসুস্থ হয়ে গেলেও পঞ্চায়েত সমিতির কোন আধিকারিক তাঁর প্রাথমিক চিকিৎসাটুকুও করেননি, শুধুমাত্র পুলিশকে খবর দিয়ে দায়সারা কাজ করেছেন বিডিও। এরপর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখাযন বিজেপির স্থানীয় নেতৃত্বরা। বিডিও অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন এরপর বিজেপির নেতৃত্বই অসুস্থ মৌমিতা সিংহকে হাসপাতালে নিয়ে যান।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে
প্রথমে কেশিয়াড়ি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে মৌমিতা সিংহ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক্স হেন্ডালে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন এটা শুধু গণতন্ত্রের উপর কলঙ্ক নয় বরং পশ্চিমবঙ্গের প্রশাসন ও শাসক দলের মধ্যে অপবিত্র সংযোগের উদাহরণ, এখন কি পশ্চিমবঙ্গে প্রশাসন এভাবেই চলবে? এই প্রশ্ন রেখেছেন বিরোধী দলনেতা।

ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস
অন্যদিকে পুরো ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সদস্যা কল্পনা সিট তৃণমূল কংগ্রেসের নেতা পবিত্র সিট তাঁদের বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন বিজেপির ওই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ পুরো ঘটনাটি ইচ্ছাকৃতভাবে নাটক করছেন। এমন কোন ঘটনায় ঘটে নি বরং ওই বিডিও অফিসে কিছু বিজেপির লোকজন ঢুকে আমাদের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যাদের কটুক্তি করেছে তার প্রতিবাদ করছি। উনি মিডিয়াতে ফুটেজ খাওয়ার জন্য এই সব নাটক করছেন।

অভিযোগ ,বিজেপির পতাকা উপড়ে ফেলে দেয় তৃণমূলের কর্মীরা।
যদিও ঘটনার বেশ কিছুক্ষণ পরে দেখা যায় তৃণমূলের বেশ কিছু কর্মী বিডিও অফিসের সামনে স্লোগান দিতে থাকেন। তারপরে তারা মিছিল সহকারে বাসস্ট্যান্ডের দিকে বেরিয়ে যাযন। তাঁদের মূল অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এখানে আরো অভিযোগ মিছিলের রাস্তার পাশে যত বিজেপির পতাকা রয়েছে সব পতাকা উপড়ে ফেলে দেয় তৃণমূলের কর্মীরা। এরপর ওই মিছিল কেশিয়াড়ি সর্বমঙ্গলা মন্দিরের পাশে অবস্থিত পুরোহিত সরোজ পরিচ্ছার বাড়িতে হামলা চালায়। পুরো ঘটনা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে কেশিয়াড়িতে।

তাদের আরো অভিযোগ মৌমিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিডিও অফিসে গেটের কাছে দাঁড় করানো বিজেপি কর্মীর মোটরসাইকেলে হামলা চালায় তৃণমূলের কর্মীরা, ওই মোটরসাইকেল সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর

অস্বীকারও করেছেন ব্লক প্রশাসনের কর্তারা।
ব্লক প্রশাসন প্রশাসন আধিকারিক জানিয়েছেন কিছু একটা ঝামেলা হয়েছিল তাই আমরা সেই খবর শুনে পুলিশকে জানিয়েছি, পুলিশ এসে তার কাজ করছে বাকি কিছু জানিনা। সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকারও করেছেন ব্লক প্রশাসনের কর্তারা।
