আপত্তিজনকভাবে চেকিং
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষে উত্তেজনা ছড়াল মালদা জেলার কালিয়াচকের দরিয়াপুর বাইসি হাইদ্রাসা স্কুলের পরীক্ষা সেন্টার। পরীক্ষা সেন্টারে ছাত্রছাত্রীদের আপত্তিজনকভাবে চেকিং করা হচ্ছে এই অভিযোগে সেন্টারে ভাংচুর চালানোর অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে।

Abusive checking of students : পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালায়
কালিয়াচকের দরিয়াপুর বাইসি হাই মাদ্রাসাতে পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।মাদ্রাসার সদর গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ এলাকার মানুষের মধ্যস্থতায় পরীক্ষার্থীরা বিক্ষোভ তুলে বাড়ি ফিরে যান।

শিক্ষক ছাত্রীদের প্রায় শাড়ি খুলে তল্লাশি চালায় বলে অভিযোগ
Abusive checking of students : অভিযোগ, পরীক্ষা দিতে ঢোকার সময় মাদ্রাসার শিক্ষক ছাত্রীদের প্রায় শাড়ি খুলে তল্লাশি চালাই বলে অভিযোগ। ক্লাসের শেষে ছাত্রছাত্রীদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বেশ কিছু পরীক্ষার্থীকে টয়লেটে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই ছাত্র-ছাত্রীদের ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষকদের দাবি
যদিও শিক্ষকদের দাবি, বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা হলে কোন প্রকারেই যেন কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস ঢুকতে দেওয়া যাবে না তাই বোর্ড থেকে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। ভালো করে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীরা নকল করবার সুযোগ পেতে চাইছিল
ছাত্র-ছাত্রীদের অভিযোগ অস্বীকার করে শিক্ষক জানান ,মূলত পরীক্ষার্থীরা নকল করবার সুযোগ পেতে চাইছিল। সেই সুযোগ না দেওয়ার কারণেই তারা ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে ভাঙচুর চালিয়েছে ও বিক্ষোভ দেখিয়েছে।