
ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত দাঁতন ২ ব্লকের খন্ডরুই এলাকার দারিকেশ পট্টনায়েক
A terrible fire broke out in Kuwait : কুয়েতে শ্রমিক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪৫ জন ভারতীয়র মধ্যে রয়েছেন বাংলার দাঁতন ২ ব্লকের খন্ডরুই এলাকার দারিকেশ পট্টনায়েক ।খন্ডরুইর বাসিন্দা মৃত দারিকেশ পট্টনায়েক এর দেহ শুক্রবার বাড়িতে ফিরবে এই খবরে শোকাচ্ছন্ন পুরো গ্রাম।

A terrible fire broke out in Kuwait : বিগত পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন দারিকেশ পট্টনায়েক
দারিকেশ পট্টনায়েক কুয়েতের একটি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুপারভাইজার এর কাজে বিগত পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। বুধবার ভারতীয় সময় ভোর রাত্রি চারটা নাগাদ শ্রমিক আবাসনের ছ তলা বিল্ডিং এর নিচ তলাতে আগুন লাগে। সেই বিল্ডিং এর চারতলাতে থাকতেন দাঁতনের দারিকেশ।

A terrible fire broke out in Kuwait : পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন লাগেনি
,প্রত্যেকদিন কাজে যাওয়ার আগে ভারতীয় সময় সকাল ছয়টার সময় পরিবারের লোকের সঙ্গে কথা বলতেন এবং রাত্রিতে কাজ থেকে ফিরে কথা বলত পরিবারের সঙ্গে। আগেরদিন রাতে কথা হলেও সকাল ছটায় আর ফোন আসেনি। দারিকেশের পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মতে ফোন লাগেনি। তার এক বন্ধু কেরলের বাসিন্দা তাকে ফোন করে বিষয়টি জানান পরিবারের লোকজন। কিছুক্ষণ পরে বন্ধু ফোনে জানা যায় অগ্নিকাণ্ডের মতন একটি ঘটনা ঘটেছে দারিকেস যে বিল্ডিংয়ে থাকতেন।

পরিবারের দাবি
পরিবারের দাবি দারিকেস জামাইষষ্ঠীর আগে পরিবারের আত্মীয়দের জানিয়েছিলেন মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে।পূজোর সময় মেয়ে ১৮ পূর্ণ হবে। তখন বাড়ি ফিরে গেট টুগেদার পার্টি করবেন। ধুমধাম করে আত্মীয়-স্বজনদের ডেকে অনুষ্ঠান করবেন। তবে দারিকেশ এর সেই ইচ্ছা মনের মধ্যে থেকেই গেল। জামাইষষ্ঠীতে ডাক পেয়েছিলেন। শ্বশুরবাড়িতেও জানিয়েছিলেন জামাইষষ্ঠীতে তিনি ভারতে ফিরবেন না তিনি আসবেন পুজোর সময়। জামাইষষ্ঠীর ভোররাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় কুয়েতে।

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয় মোট ৪৯ জনের। যাদের মধ্যে ৪৫ জন ভারতীয়। রয়েছেন খন্ডুরুই গ্রামে দারিকেশ পট্টনায়েকও।এই ঘটনার পরে দারিকেশ এর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার তার কফিনবন্দি নিথর দেহ ফিরবে, প্রথমে মেদিনীপুরের বাড়িতে পরে দাঁতন ২ ব্লকের দেশ বাড়িতে নিয়ে আসা হবে। জানা গিয়েছে তার দেশ বাড়িতে খন্ডরুইতেই হবে শেষকৃত্য।
