A terrible fire broke out in an illegal betting factory : বেআইনি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
কোলাঘাট এর পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় আহত প্রায় দশ জনের বেশি।কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি কারখানায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরে জেলার কোলাঘাট থানার অন্তর্গত পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে।

কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত ছিলেন
A terrible fire broke out in an illegal betting factory : অভিযোগ,দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।এর মধ্যে এদিন রাত দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে কেপে উঠে এলাকা।এই অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়।ঘটনায় হতাহতের সুর্নিদিষ্ঠ সংখ্যা এখনো যানা যায়নি।তবে স্থানিয় সুত্রে খবর প্রায় ১০ জনের বেশি আহত।

ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন।। দমকলের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাধিকবার বিস্ফোরণের হতে দেখাগিয়েছে ওই এলাকায়
অভিযোগ এর আগে বিগত কয়েক বছরে একাধিকবার বিস্ফোরণের হতে দেখাগিয়েছে ওই এলাকায়, তার পরও কিভাবে চলছিল ওই অবৈধ্য বাজি কারখানা তা নিয়ে পুলিশের ভুমিকায় উঠছে প্রশ্ন।

অভিযুক্ত আনন্দ মাইতিকে গ্রেফতার করল পুলিশ।
পয়াগ গ্ৰামের বাজি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ মাইতিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। জানা গিয়েছে,বাজি কারখানায় বিস্ফোরণের পর পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নিজেকে আড়াল করে রেখেছিল অভিযুক্ত আনন্দ মাইতি।, কিন্তু শেষ রক্ষা হয়নি শেষমেষ পুলিশের জালে ধরা পড়ল কোলাঘাটের বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত। গ্রেফতারের পর তাঁকে কোলাঘাট থানায় নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে।
