
Jhargram bus Accident : বাইকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, মৃত এক মহিলা, আহত বহু যাত্রী
ঝাড়গ্রাম, ১৮ জুন: ফের জাতীয় সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা। বুধবার ভোরে কলকাতা-মুম্বই জাতীয় সড়কে ঝাড়গ্রামের গুপ্তবনির কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাসন্তী মাহাতো (৫৬) নামে এক মহিলার। আহত হয়েছেন বাসে থাকা একাধিক যাত্রী। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা
Jhargram bus Accident : পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে গোপীবল্লভপুর থেকে একটি যাত্রীবাহী বাস মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয়। বাসটি বালিভাষা টোল প্লাজা পার করে কিছুটা এগোনোর পর, হঠাৎই রাস্তার সামনে একটি বাইক চলে আসে। চালক বাইকটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক কষেন এবং স্টিয়ারিং ঘোরাতে গিয়ে বাসটির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বাসটি রাস্তার বাঁ পাশে থাকা একটি কালভার্টে ধাক্কা মেরে প্রায় ১০ ফুট গভীর খাদে পড়ে যায়।

Jhargram bus Accident : বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসন্তী মাহাতো নামে এক মহিলা যাত্রীর। তিনি গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং পরিবারের সঙ্গে মেদিনীপুর যাচ্ছিলেন বলে জানা গেছে।

তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় ঝাড়গ্রাম জেলা পুলিশ
র্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় ঝাড়গ্রাম জেলা পুলিশের মানিকপাড়া বিট হাউসের একটি দল। পুলিশ ও স্থানীয় মানুষজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের আঘাত গুরুতর, যাদের চিকিৎসা চলছে ।

বাসটি খুব দ্রুতগতিতে আসছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, “বাসটি খুব দ্রুতগতিতে আসছিল। হঠাৎই এক বাইক সামনের দিকে চলে আসে। চালক হয়তো আর সময়মতো নিয়ন্ত্রণ রাখতে পারেননি। একটি শব্দ শুনে আমরা দৌড়ে এসে দেখি বাসটা কালভার্টের নিচে পড়ে আছে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকটিকে বাঁচাতে গিয়ে চালক তাড়াহুড়ো করে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পুলিশ বাসটিকে উদ্ধার করে
এই ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বাসটিকে উদ্ধার করে রাস্তা পরিষ্কার করে। দুর্ঘটনার পর বাস চালক এবং খালাসি আহত অবস্থায় চিকিৎসাধীন।
