I will not tolerate more leader in Gopali region : BJP কর্মীদের হুমকি ‘ঘরছাড়া’ গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাসের।
“আমার গোপালী অঞ্চলে বেশি নেতাগিরি বরদাস্ত করব না! আমি যাই, তারপর দেখাচ্ছি।” দিলীপ ঘোষের সদস্যতা অভিযান ঘিরে BJP কর্মীদের হুমকি ‘ঘরছাড়া’ গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাসের। গোপালীতে বিজেপি-র গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।

মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজারকে গ্রেফতার করেছিল পুলিশ।
I will not tolerate more leader in Gopali region : মাসখানেক আগেই তাঁর হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজারকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই থেকেই কার্যত এলাকাছাড়া খড়্গপুর ১নং ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকার দাপুটে বিজেপি নেতা বিমল দাস ওরফে টিঙ্কু। এবার সেই টিঙ্কুর সঙ্গেই স্থানীয় বিজেপি নেতৃত্বের চরম-কোন্দল প্রকাশ্যে এলো!

দিলীপ ঘোষের সদস্যতা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে এই কোন্দল
I will not tolerate more leader in Gopali region : প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সদস্যতা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে এই কোন্দল প্রকাশ্যে এলো। ফোন করে এলাকার একাধিক নেতাকে টিঙ্কু হুমকি দিলেন, “আমি বিজেপি করার অপরাধে ঘরছাড়া। বুথ সভাপতির ঘরে পুলিশ। এলাকার প্রতিটা বিজেপি নেতার ঘরে পুলিশ। আর তোমরা ওই মন্ডল সভাপতি বিকাশ থাপাকে নিয়ে মস্তানি করছ এলাকায়? আমি ফিরে যাই একবার, তারপর দেখাবো।”

টিঙ্কুর বিরুদ্ধে অভিযোগ,
সোমবার গোপালী এলাকায় দিলীপ ঘোষের সদস্যতা অভিযান বানচাল করতে চাইছিলেন তিনি। তাঁর (টিঙ্কুর) অনুপস্থিতিতে এলাকায় সদস্যতা অভিযান কর্মসূচি সফল হোক, টিঙ্কু এমনটা চাইছেন না বলে অভিযোগ একাংশ বিজেপি নেতার। আর সেজন্যই রবিবার সন্ধ্যার পর এলাকার একাধিক বিজেপি নেতাকে ফোনে টিঙ্কু হুমকি দেয় বলে অভিযোগ।

সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ
এনিয়ে সোমবার সদস্যতা অভিযান কর্মসূচির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “কে টিঙ্কু? ওকে আমি জিতিয়েছি। এলাকার মানুষ জিতিয়েছে। দল ওকে পঞ্চায়েত প্রধান করেছে। ও নিজের কাজটাই করুক। সংগঠনে বেশি মাথা ঘামাতে হবে না!” দিলীপের হুঁশিয়ারি, “যে নিজের এলাকাতেই ঢুকতে পারেনা, তার এত ধমকানি-চমকানি কিসের? আমাদের কর্মসূচিতে মন্ডল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা আছেন। ওরকম নেতা বিজেপিতে অনেক-আসে যায়!”
