Weather Update : তাপমাত্রার পারদ একটু একটু করে নামছে
বৃষ্টি-বাদল, ঝড়- সব কাটিয়ে অবশেষে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে রাজ্যে। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ একটু একটু করে নামছে। রোদ মেখে চাঙ্গা হচ্ছে লেপ-কম্বল। বিশেষত ভোরের দিকে ঘুম ভাঙলেই বোঝা যাচ্ছে, শীত আসছে। এই আবহাওয়ার মধ্যেই আবার আসছে নিম্নচাপের খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।

এবার নিম্নচাপ এলে, আবারও শীত পিছিয়ে যাবে
চলতি বছরে একাধিকবার নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলায়। গত অক্টোবর মাসেই এমন একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। ঘূর্ণিঝড় ‘দানা’ ঘুরে ভিনরাজ্যে চলে গেলও তার প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। পরপর বৃষ্টিতে ফসলের ক্ষতিও হয়েছে অনেক। আর এবার নিম্নচাপ এলে, আবারও শীত পিছিয়ে যাবে, এমনই আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে যা জানা যাচ্ছে
তবে, আবহাওয়া দফতর সূত্রে যা জানা যাচ্ছে, তাতে এবারের নিম্নচাপ শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে সরে যেতে পারে। ঘূর্ণিঝড় হয় কি না, সেদিকে নজর রাখছে মৌসম ভবন। আপাতত ঠাণ্ডার আমেজ বজায় থাকবে বাংলায়, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা।

শীতপ্রেমীদের জন্য ভাল খবর
শীতপ্রেমীদের জন্য ভাল খবর হল, আজ শুক্রবার ফের তাপমাত্রা কমেছে । আজ আজকে কেশিয়াড়ি সর্বনিম্ন তাপমাত্রা 18° সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রী সেলসিয়াস, নিম্নচাপের জন্য তাপমাত্রা বেড়ে যাবে, এমন পূর্বাভাস নেই এখনও পর্যন্ত।
Weather Update : ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাব
চলতি বছরে একাধিকবার নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলায়। গত অক্টোবর মাসেই এমন একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। ঘূর্ণিঝড় ‘দানা’ ঘুরে ভিনরাজ্যে চলে গেলও তার প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায়।