paddy fields under the river : একাধিক ধান জমি ও গাছপালা তলিয়ে গেল নদী গর্ভে।
paddy fields under the river : সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গন, দাঁতনের মহেশপুর এলাকায় একাধিক ধান জমি ও গাছপালা তলিয়ে গেল নদী গর্ভে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জল বেড়েছে সুবর্ণরেখা নদীর,জল বাড়ার ফলে সুবর্ণরেখা নদীর গতিপথে একাধিক জায়গায় নদীর পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে


প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করেন বিডিও এবং দাঁতন থানার আইসি
Suvarnarekha river : সুবর্ণরেখা নদীর গতিপথে একাধিক জায়গায় নদীর পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে, এই ভাঙ্গনের ফলে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মহেশপুর এলাকায় একাধিক ধান জমি ও গাছপালা তলিয়ে গেল জলে। ঘটনায় নদী তীরবর্তী এলাকার মানুষজন ব্যাপক আতঙ্কে রয়েছেন । এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করেন বিডিও এবং দাঁতন থানার আইসি ।

Table of Contents
400700cookie-checkদাঁতনের মহেশপুর এলাকায় একাধিক ধান জমি নদী গর্ভে। Dantan Maheshpur areas paddy fields under the river. 25 acar. protected