opposition forced to accept defeat by the crowd : মন্তব্য করলেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু।
‘এই সমাবেশ এমন হবে অপোজিশনরা মানুষের ভিড় দেখে তাদের হারটাকে স্বীকার করে নিতে বাধ্য হবে।‘ আগামী ২১ শে মে গোপীবল্লভপুরের ছাতিনাশোলে অভিষেক বন্দোপাধ্যায়ের সভার সম্ভাব্য ভিড় সম্পর্কে এরকমই মন্তব্য করলেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু।

21 may সভা করতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়।
opposition forced to accept defeat by the crowd : উল্লেখ্য,ঝাড়গ্ৰাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে আগামী ২১ শে মে নয়াগ্ৰাম বিধানসভা এলাকার গোপীবল্লভপুরের ছাতিনাশোলে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেক বন্দোপাধ্যায়ের এই সভাকে সফল করার জন্য শুক্রবার গোপীবল্লভপুর বাজারের একটি বেসরকারি গেষ্ট হাউসে প্রস্তুতি সভা হয় তৃণমূলের।

opposition forced to accept defeat by the crowd : হেমন্ত ঘোষ এর আহ্বানে সভা
গোপীবল্লভপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ এর আহ্বানে নয়াগ্ৰাম বিধানসভা এলাকার তিনটি ব্লকের নেতা কর্মীদের নিয়ে এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক লোকেশ কর,নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত সহ সত্যরঞ্জন বারিক, রঞ্জিত মহাকুল এর মতো নেতারা।

অভিষেক বন্দোপাধ্যায়ের সভা সফল করার পরিকল্পনা
এদিনের সভায় আগাগোড়া অভিষেক বন্দোপাধ্যায়ের সভা সফল করার পরিকল্পনা করেন তৃণমূলের প্রথম সারির ব্লক ও অঞ্চল স্তরের নেতারা।সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন,নবজোয়ার কর্মসূচির সময় ঝাড়গ্ৰামে এসে অভিষেক বন্দোপাধ্যায় কথা দিয়েছিলেন সময় হলে গোপীবল্লভপুরে কর্মসূচি হবে।সেই মতো লোকসভা ভোটের আগে ছাতিনাশোলে সভা করতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি দুলাল মুর্মু দাবি করেন,’এই সভা ( ছাতিনাশোলের সভা) এমন হবে যাতে অপোজিশনরা মানুষের ভিড় দেখে তাদের হারটা স্বীকার করে নিতে বাধ্য হবে।
