Earthen pot with tap : এই মাটির জার দীর্ঘক্ষন ঠান্ডা রাখে পানীয় জল

এপ্রিল মাসের শুরু থেকেই মালদা জেলা জুড়ে বাড়ছে তাপমাত্রায় পরদ। ইতিমধ্যে কোথাও কোথাও ৩৯ থেকে ৪০ ডিগ্রি ছুঁয়েছে জেলার তাপমাত্রা। হাঁসফাঁস করা গরম পড়তেই চাহিদা বাড়ছে কল লাগানো মাটির হাঁড়ি বিক্রি। রীতিমতো ট্যাপকলের আদলেই তৈরি করা হয়েছে মাটির জারগুলি। গরমে তেষ্টা মেটাতে এই মাটির জার দীর্ঘক্ষন ঠান্ডা রাখে পানীয় জল ।
ক্রেতারা ভিড় করছেন মাটির হাঁড়ি কেনার জন্য

Earthen pot with tap : কল লাগানো মাটির হাঁড়ি কিনতেই ক্রেতারা ভিড় করছেন মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন পুরো মার্কেটের এক দোকানীর কাছে। পেশায় মৃৎশিল্পী দ্বিজেন্দ্রনাথ পাল এই ধরনের আধুনিক মাটি দিয়ে তৈরি কল বসানো জার তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। এর সঙ্গেও বিক্রি হচ্ছে মাটির কলসি সহ বিভিন্ন ধরনের পানীয় জল রাখার মাটির উপকরণ।

Earthen pot with tap : ২০০ থেকে ২৫০ টাকা দরে এক একটি কল বসানো মাটির জারগুলি বিক্রি হচ্ছে।

বলাবাহুল্য, বর্তমান সময়ে প্লাস্টিকের জলের জার অধিকাংশ বাড়িতে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও কৃত্রিমভাবে ফ্রিজের ঠান্ডা জল প্রচন্ড গরমে মানুষের কাছে তৃষ্ণা মেটানোর প্রধান কারণ হয়ে থাকে। কিন্তু আজকের দিনেও মাটির তৈরি কলসি এবং কল বসানো জার যে কতটা উপকারী তা ব্যবহারকারীরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এরফলে মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে একমাত্র ওই মাটির উপকরণ বিক্রেতা দ্বিজেন্দ্রনাথবাবুর কাছে যাচ্ছেন অনেক ক্রেতারা। ২০০ থেকে ২৫০ টাকা দরে এক একটি কল বসানো মাটির জারগুলি বিক্রি হচ্ছে। এছাড়াও ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে মাটির কলসি। যেখানে পরিশ্রুত পানীয় জল রাখলে সারাদিন ঠান্ডাই থাকছে বলেও দাবি ক্রেতা ও বিক্রেতাদের।
