migrant worker : পাঞ্জাবে কাজ করতে গিয়ে মৃত্যু 1 পরিযায়ী শ্রমিকের
পাঞ্জাবে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃতদেহ বাড়ি আনতে শেষ সম্বল জমি বন্ধক রাখতে হল মৃতের পরিবারকে ।

৫০ এর এক ব্যক্তির মৃত্যু পাঞ্জাবে
migrant worker জানা গিয়েছে,মালদহের চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামের ইলিয়াস আলি নামে এক বছর ৫০ এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে পাঞ্জাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

শ্রমিকের পরিবারের অভিযোগ
তবে শ্রমিকের পরিবারের অভিযোগ টাকার জন্য দেহ ছাড়া হচ্ছিল না বেসরকারি হাসপাতাল থেকে।বিল মিটানোর জন্য পরিবার রাতারাতি শেষ সম্বল ১৭ কাঠা চাষের জমি বন্ধক দিলে তবেই বিল মিটিয়ে দেহ আনা হচ্ছে।শনিবার সাড়ে এগারোটা নাগাদ গ্রামে দেহ পৌঁছেছে ।যদিও এখনো পর্যন্ত প্রশাসন আধিকারিক ও জনপ্রতিনিধিরা পরিবারের খোঁজ নেয়নি বলে অভিযোগ।

ঋণ মিটাতেই পাঞ্জাবে রাইসমিলের কাজে
পরিবার সূত্রে জানা গিয়েছে,ইলিয়াস আলীর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।দুই ছেলে ভিনরাজ্যে কর্মরত। এক মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে।মেয়ের বিয়ের ঋণ মিটাতেই পাঞ্জাবে রাইসমিলের কাজে এক সপ্তাহ আগে পাড়ি দেন ইলিয়াস সাহেব।
মৃতের স্ত্রী হাসিনা বিবি কেঁদে বলেন, স্বামীকে দেখার জন্য শেষ সম্বল টুকুও বন্ধক রাখতে হল।সরকারি সাহায্য না মিললে পথে বসতে হবে।