python rescued : পাইথন উদ্ধার
নয়াগ্ৰাম ব্লকের কুড়চিবনী গ্রামে জঙ্গল লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল একটি প্রমাণ সাইজের পাইথন। প্রায় ৮ ফুট লম্বা এই পাইথন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দফতরের কর্মীরা এসে পাইথনটি উদ্ধার করে
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কুড়চিবনী গ্রামে জঙ্গল লাগোয়া এলাকায় পাইথনটি দেখতে পান স্থানীয় মানুষজন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পাইথন দেখতে জড়ো হন প্রচুর সাধারণ মানুষ।পরে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে পাইথনটি উদ্ধার করে বলে জানা গিয়েছে।
Table of Contents
292600cookie-checkpython rescued : brave 8 ফুট লম্বা পাইথন উদ্ধার নয়াগ্রামে.