3 friends died together in the accident : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের
পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়ার রাতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। জানা গিয়েছে রবিবার রাতে দুটি বাইকে করে চার যুবক জাতীয় সড়ক পারাপারের সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। ৪জনই গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

এলাকায় গভীর শোকের ছায়া
3 friends died together in the accident : বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের নাম অলীক দে (২৭), শান্তনু দাস (২৮) এবং নরেন্দ্রনাথ সাহু (২৭)। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।
পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে। উল্লেখ থাকে রবিবারই বেলদা থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা “সেফ ড্রাইভ সেভ লাইফ ” কর্মসুচিকে সামনে রেখে পথে নেমেছিলেন। আর সেদিন রাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা। পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।

