1 scooty driver dead : বেলদা শহরে ঢোকার মুখে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা
1 scooty driver dead : বৃহস্পতিবার দুপুরে বেলদা শহরে ঢোকার মুখে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা,একটি বেসরকারি বাসের চাকার তলায় চাপা পড়ে প্রাণ গেল এক স্কুটি চালকের,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সুত্রে খবর
পুলিশ সুত্রে খবর, দুর্ঘটনায় মৃত স্কুটি চালকের নাম গৌতম পাত্র,বাড়ি বেলদার অর্জুনী এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সোনাকনিয়া থেকে বেলদা আসার পথে সবুজপল্লি এলাকায় একটি বেসরকারী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি চালককে চাকার তলায় পাশে দেয়। ঘটনার পর দীর্ঘক্ষণ চাকার তলায় আটকে থাকার পর ক্রেন দিয়ে বাস সরিয়ে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয় স্কুটি চালককে।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়
উদ্ধারের পর আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিমেষে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা।ইট পাথর ছুঁড়ে বাস ভাঙচুর করেন। পুলিশ এলে পুলিশকে ঘিরে সাময়িক বিক্ষোভ দেখান।পরে খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক। শেষমেষ বেলদা থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে দুর্ঘটনার স্থল থেকে বাসটিকে উদ্ধার করে।
