died due to lightning strike : বজ্রঘাতে মৃত্যু কালিপদ সরেনের।
জমিতে কাজ করতে গিয়ে বজ্রঘাতে মৃত্যু হল কেশিয়াড়ির তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যর। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের গগনেশ্বর অঞ্চলের রসড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যর মৃত্যু হল বজ্রঘাতে।

চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
died due to lightning strike : শুক্রবার সকালে নিজের জমিতে চাষের কাজ করতে বেরিয়েছিলেন বছর ২৮ এর কালিপদ সরেন। হঠাৎই বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় বজ্রঘাতে মৃত্যু হয় কালিপদ সরেনের। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ।
দেখতে আসেন তৃণমূল নেত্রী কল্পনা সিট।
জানা গিয়েছে,কালিপদ রসড়া- কড়াট ১৪০ নম্বর বুথে তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়ীও হয়েছিলেন। শুক্রবার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে আসেন তৃণমূল নেত্রী কল্পনা সিট। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
