1 Gajraj attacked the forest office : দলছুট একটি হাতি ফরেস্ট অফিসে হানা দেয়
1 Gajraj attacked the forest office : জঙ্গলমহল জুড়ে প্রায় প্রতিদিন হাতি তান্ডবের ঘটনা ঘটে থাকে।হাতি হানার পর প্রায়ই বন দফতরের উদাসীনতার অভিযোগ উঠে।এবার সুযোগ বুঝে সেই বন দফতরকে শায়েস্তা করার ব্যবস্থা করলেন সাঁকরাইলের কেশিয়াপাতা এলাকার মানুষজন। দলছুট একটি হাতি ফরেস্ট অফিসে ঢুকলে ফরেস্ট অফিসের গেটের তালা লাগিয়ে হাতিকে আটক করলেন ফরেস্ট অফিস চত্বরে। ঘটনায় একপ্রকার হিমসিম খেতে হল বন দফতরকে।

ফরেস্ট অফিস চত্বরে জমায়েত হয় একে একে মানুষজন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জেলা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেসিয়াপাতা এলাকায় হঠাৎ একটি হাতি হানা দেয় । এদিন হাতিটি এদিক ওদিক না গিয়ে হঠাৎ একেবারে ফরেস্ট অফিস এ গিয়ে ওঠে।
হাতির এই কীর্তি দেখে ফরেস্ট অফিস চত্বরে জমায়েত হয় একে একে মানুষজন। সুযোগ বুঝে লাগিয়ে ফেলেন বাইরে থেকে ফরেস্ট অফিসের গেট। তবে রাত্রি হওয়ায় ফরেস্ট অফিসে ছিলেন না কোনো আধিকারিক।তাই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষে পেলেন ফরেস্ট অফিসের আধিকারিকরা।

এই ঘটনাতে বেজায় খুশি বাসিন্দারা।
তবে এই ঘটনাতে বেজায় খুশি সাঁকরাইল ব্লকের বাসিন্দারা। তাদের দাবি বিপদে পড়লে বনদপ্তরকে বারংবার জানালেও কোনো লাভ হয় না। স্থানীয়দের দাবি এবার বুঝুক বনদপ্তর। বর্তমানে হাতিটি কুলটিকরীর মড়াপোল এলাকায় রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রশ্ন সাধারণ মানুষজনের ?
বনদপ্তরে হাতির আগমনের পরেও কি হুস ফিরবে আধিকারিকদের।লোকালয় থেকে হাতি গুলিকে তাড়ানোর কোন ব্যবস্থা কি তারা আদেও গ্রহণ করবেন ? প্রশ্ন সাধারণ মানুষজনের।