Table of Contents
সাড়ে তিন কিলোমিটার রাস্তায় সহ একটি ব্রিজের উদ্বোধন

বাস্তপুর থেকে বেতারুই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় সহ একটি ব্রিজের উদ্বোধন করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন দুই ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব, দাঁতন দুই ব্লকের বন ও ভূমির কর্মধক্ষ ইপতেখার আলী, শিক্ষা কর্মধক্ষ শংকর ভূঁইয়া, আতাউর মল্লিক সহ বিশিষ্টজনেরা। দাঁতন দুই ব্লকের বাস্তপুর এলাকায় বাঘুই খালের ওপর নবনির্মিত ব্রিজ, ও বেতারুই থেকে বাস্তপুর সাড়ে তিন কিলোমিটার পিচের রাস্তা উদ্বোধন করেন বিধায়ক ও বিডিও। ব্রিজ ও সাড়ে ৩কিমি

রাস্তার ফিতা কেটে শুভ সূচনা
রাস্তার ফিতা কেটে শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিগণ।
দাঁতন দুই ব্লকের বিডিও রজনীশ যাদব
দাঁতন দুই ব্লকের বিডিও রজনীশ যাদব তিনি বলেন আমি বিডিও হয়ে আসার পর চেষ্টা করেছি এলাকার উন্নয়নের কাজগুলি দ্রুততার সাথে করতে এবং সেই কাজ করেছি এবং যে সমস্ত রাস্তা ব্রিজ হয়েছে আমি নয় আপনারা সকলে এবং আমার টিম সহযোগিতা করেছে বলে এই কাজ করেছি এবং বিধায়ক দাঁতন দুই ব্লকের বিক্রমচন্দ্র প্রধান সহযোগিতা করার কারণে আরো সুবিধা হয়েছে।

বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন
বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তিনি বলেন দাঁতন দুই ব্লকের বিডিও রজনিস কুমার যাদব তিনি অন্য জেলায় ট্রান্সফার হয়ে যাচ্ছেন এবং তার সময়কালে এই ব্লকের আশিটি রাস্তা তার সময়কালে তিনি সেংশান করিয়েছেন। গ্রামের দিকে রাস্তা খুব একটা ভালো বিগত দশ বছরে পঞ্চায়েতি ব্যবস্থায় ভালো রাস্তার পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি। আমি সারা ব্লক কে ঘুরে দেখেছি বাইকে গেলে তো লাল হয়ে যেতে হতো। সাবড়ার রাস্তা গুলো ভালো ছিল না আমি ডিএম কে বলেছিলাম এবং সেই সমস্ত রাস্তা ডিএম সাহেব দেখেও দিয়েছেন। বিডিওর ট্রান্সফার অর্ডার হয়েছে কিন্তু দুঃখ লাগছে ওনাকে বিদায় জানাতে।