Table of Contents

ঝাড়গ্রামে ইডি হানা : ঝাড়গ্ৰাম শহরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি
ঝাড়গ্রামে ইডি হানা এবার ঝাড়গ্ৰাম শহরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি!মঙ্গলবার সকাল ৮ টার ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার একটি সরকারি আবসনে ইডির তদন্তকারী অফিসাররা হানা দেন।সরকারি আবাসনের ব্লগ-বি ব্লিডিং এর দোতলায় থাকা ঝাড়গ্রাম জেলার মাইনোরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারে তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকরা।

ED attack আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা
ঝাড়গ্রামে ইডি হানা : তদন্তের জন্য এদিন সকালে সরকারি আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ।

শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারে হানা
প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র অথবা ১০০ দিনের কাজের দুর্নীতি এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারে হানা দিয়েছে । যদিও, ইডি কি বিষয়ে তদন্ত করার জন্য শুভ্রাংশু মন্ডল এর বাড়িতে হানা দিয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার আইসি
সরকারি আবাসনে ইডির হানা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার । শুভ্রাংশু মন্ডল এর কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা । কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান সাফ জানিয়ে দেন ইডির কোন আধিকারিকের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোয়ার্টারের ভিতরে কাউকেই যেতে দেওয়া হবে না।তবে স্থানীয় অথরিটি হিসাবে তদন্তের কারণ জানতে চাইলে আইসিকে ফোন মারফত তদন্তকারী আধিকারিক জানান পুলিশ সুপারকে তদন্তের কারণ মেল মারফত জানিয়ে দেওয়া হবে।