মোদী বুড়ার কান পর্যন্ত পৌঁছে যায় : ব্রিগেড থেকে আওয়াজটা দিতে হবে
মোদী বুড়ার কান পর্যন্ত পৌঁছে যায় : ব্রিগেড থেকে আওয়াজটা দিতে হবে,এই আওয়াজ যেন মোদী বুড়ার কান পর্যন্ত পৌঁছে যায়,মোদী বুড়ার কান পর্যন্ত ঝালাপালা হয়ে যায়।আওয়াজটা যেন সমস্ত দিদি, সমস্ত মা বোনেরা তুলেন “বাংলাকে বঞ্চনা করা যাবে না”।’ গোপীবল্লভপুরের আলমপুরে আগামী ১০ ই মার্চ দলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভায় এসে এভাবেই বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মা বোনদের আওয়াজ তোলার আবেদন করেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু।

সরাসরি প্রধানমন্ত্রীকে ‘মোদী বুড়া’ সম্বোধন
এদিন দুলাল মুর্মু সরাসরি প্রধানমন্ত্রীকে ‘মোদী বুড়া’ সম্বোধন করে ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রীর কান ঝালাপালা করে দেওয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিন বলেন,আমার গর্ব হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন বাংলা কোন মতেই মাথা বিক্রি করেনা।কারণ মোদী বুড়া ধমক চমক দিয়ে, ইডি সিবিআই ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু তা হয়নি। এভাবেই এদিন দুলাল মুর্মু একাধিক বাক্য বানে প্রধানমন্ত্রীকে নিশানা করেন।

কর্মসূচিতে বিধায়ক দুলাল মুর্মু
এতদিনের কর্মসূচিতে বিধায়ক দুলাল মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রাক্তন ছাত্র সভাপতি লোকেশ কর,গোপীবল্লভপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, গোপীবল্লভপুর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক, কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল প্রমুখ।
